
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন আক্কাস মার্কেট রেলগেট সংলগ্ন মেসার্স সোহেল এন্ড ব্রাদার্স পাইকারী মার্কেটে আগুন লেগে ৩/৪ কোটি টাকার মালামাল সহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস সদর ও জয়দেবপুরের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৬ মার্চ) রাত ৮:১৫ ঘটিকার সময় আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জেনারেল স্টোরের মালিক সোহেল।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮ টার পরে সবাই তারাবী নামাজ পরতে মসজিদে ছিল তখন আগুনের ধোঁয়া ও লেলিহান দেখতে পাই কোথাথেকে কি ভাবে মার্কেটে আগুনের সূত্রপাত হয় তা আমরা জানিনা।স্থানীয় কয়েকজন জানান সোহেল এন্ড ব্রাদার্স এর পিছনে আগুন দেখতে পাই পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ৮/১০ সাটারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।মেসার্স এন্ড ব্রাদার্সের মালিক সোহেল দাবি করছেন তার মার্কেটে আগুন লাগিছে শত্রু পক্ষ।
গত কয়েক দিন যাবত স্থানীয় বাসিন্দা কাশেমের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিয়ে আসছে, মেরে ফেলা হবে, না হলে নিঃস্ব করে দেওয়া হবে, তাই আমি গত শুক্রবার পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করি।পূর্ব ঘোষিত আমাকে নিঃস্ব করার লক্ষ্যে আগুন লাগিয়ে আমার কোটি কোটি টাকা ধ্বংস করেছ প্রতিপক্ষ, আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি যেন ন্যায় বিচার পাই।
এই বিষয়ে অভিযুক্ত কাসেম আলী প্রতিবেদককে জানান আমার উপরে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়া এবং বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
Discussion about this post