নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা, বিএনপির উদ্যোগে শহীদ মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াএবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২মার্চ) বিকেলে গাছা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের সোয়াদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠন গাছা মেট্রো থানা গাজীপুর মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠিত অনুষ্ঠানে মনিরুল ইসলাম বাবুলের ( সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গাছা মেট্রো থানা, গাজীপুর মহানগর) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাজী সাইদুল আলম বাবুল(সহ- সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিশেষ অতিথি ছিলেন ডা: মাজারুল ইসলাম ( নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ) শওকত হোসেন সরকার( সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল, গাজীপুর মহানগর) কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গাছা মেট্রো থানা, গাজীপুর মহানগর) এসএম নাঈম মাস্টার (সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাছা মেট্রো থানা গাজীপুর মহানগর) এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত