প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৫৭ পি.এম
কাশিমপুরে অস্ত্রের মুখে আবারও দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও মালামাল লুট

ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ও নগদ অর্থ লুটসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার রানা ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে ৭/৮ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বিল্ডিং এর দু'তলার জানালার গ্রিল (রড) কেঁটে ঘরে প্রবেশ করে।
পরে বাড়ীর মালিক রানা ডাক্তারের রুমে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর অন্য রুমে প্রবেশ করে।
এসময় বিভিন্ন রুম থেকে পাঁচ/ছয় ভরি স্বর্নালংকার ও ৬/৭ লক্ষ টাকাসহ কাপড়চোপড়ও নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় সিআইডির চৌকস একটি টিম এবং কোনাবাড়ী জোনের এসি, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বাড়ীর মালিক রানা বলেন, রাত আনুমানিক ৩ টার দিকে একদল ডাকাত ঘরে প্রবেশ করে আমার মাথায় অস্ত্র ও গলায় চাকু ধরে আমার হাত পা বেঁধে রাখে। প্রায় ২ ঘন্টা ভেতরে অবস্থান করে বিভিন্ন রুম তল্লাশি করে নগদ ৬/৭ লক্ষ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণালংকার নিয়ে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এসময় আমার শ্যালকের পেটে চাকু মারে এবং আমার মেয়েকে ব্যাপক মারধর করে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft