নিজস্ব প্রতিবেদক: এসো সেবা করি, মানবিক কাপাসিয়া গড়ি' শ্লোগানে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ঘাগটিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯টি গ্রামে ৩শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার খিরাটী এ কে উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত সুতিরকান্দা সামাজিক সংগঠনের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো: বাবু শেখ।
এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে।উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সুতিরকান্দা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো: জায়েদুল হাসানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সুতিরকান্দা'র প্রতিষ্ঠাতা হাফেজ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খিরাটী বঙ্গতাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মোবারক হোসেন, খিরাটী এ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দবির হোসেন, সমাজসেবক আবুল কালাম আজাদসহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: আফজাল হোসেন রিংকন, অর্থ বিষয়ক সম্পাদক রাসেল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বাওরাইদ তরুণ প্রজন্মের সদস্য জহিরুল ইসলাম মোল্লাসহ আলোকিত সুতিরকান্দা সংগঠনের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত