
নিজস্ব প্রতিবেদক: ঐক্য, সেবা এবং প্রগতি এই শ্লোগানে এগিয়ে চলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় পেশাজীবী কল্যাণ পরিষদ রাওনাট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রাওনাট বাজারস্থ রয়েল কিন্ডারগার্টেন স্কুল মাঠে দুইশত ষাট অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অসচ্ছল পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মাসুম সরকার।
সংগঠনের সভাপতি মো: হাদিস উল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: সোলায়মান মোল্লা, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য তোফাজ্জল হোসেন মাস্টার, মাস্টার তোফাজ্জল হোসেন সরকার, রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম (শফিক), উপদেষ্টা সদস্য জসীম উদ্দিন ব্যাপারী, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইঞ্জিনিয়ার মনির হোসেন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য মো: আব্দুল হামিদ আকন্দ, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য প্রিন্সিপাল মাওলানা মো: নুরুজ্জামান,জয়দেবপুরের এস এম বিল্ডার্স লিঃ চেয়ারম্যান মো: মাহবুবুল আলম, রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা ভুইয়া, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এস এম আকরাম হোসেন, পেশাজীবী কল্যাণ পরিষদের আজীবন সদস্য মাওলানা ফারুক হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দূর্গাপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি গোলাম মাহমুদ মোস্তফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আঙুর, আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী হিরণ সরকার, প্রবাসী মোঃ আশরাফসহ অনেকে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মো: হাসমত উল্লাহ ব্যাপারী, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম,জাবেদ কাজী, মেহেদী হাসান ও কামরুজ্জামান।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হাসান।
Discussion about this post