নিজস্ব প্রতিবেদক: 'সবার জন্য ব্যাংকিং' এই শ্লোগান নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)'র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাষ্টার ফ্যামিলি এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নতুন শাখা উদ্বোধন কার্যক্রম ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চালা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান মো: মাছুম তালুকদারের সভাপতিত্বে ও মো: ইব্রাহীম হাসান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি'র কাপাসিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি মনোহরদী ব্রাঞ্চের ম্যানেজার আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তারেক হোসেন রিপন, মো: শাহজাহান সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো: নাজমুল ইসলাম বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের নতুন শাখায় ব্যালেন্স অনুসন্ধান, বায়োমেট্রিক্স এর মাধ্যমে নগদ অর্থ জমাদান ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, রিমিটেন্স সেবা, ঋণ সুবিধা, বিভিন্ন বিল পরিশোধসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে অত্র অঞ্চলের মানুষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ঢাকা রিজিওনের জোনাল ম্যানেজার রাসেল মাহমুদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার এম মাকসুদুল আলম, ঘাগটিয়া চালা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জিয়ারত আলম বিপ্লব, ইউনাইটেড কমার্শিয়াল এজেন্ট ব্যাংকিং চালা বাজার শাখার সিএসও মো: আল আমিন সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত