
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ায় মাদক ব্যবসায়ী ইউপি সদস্য কাশেমের অপসারণ ও তার নেতৃত্বে ছাত্রনেতা সৈকত সরকারের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ মার্চ) বিকেলে ঘাগুটিয়া চালা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরআগে গত বৃহস্পতিবার ১৯ শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউপি সদস্য কাশেমের ইয়াবা সেবনের দুটো ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যার রীতিমত ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। একজন জনপ্রতিনিধি হয়ে ইয়াবা সেবন করা এবং ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে ইউপি সদস্য কাশেমের ভিডিও প্রকাশের আগে, অভিযোগ সূত্রে জানা যায়, আহত সৈকত সরকারের বড় ভাই রাসেল সরকার (৩১) বাদী হয়ে কাপাসিয়া থানায় মোঃ কাশেম (৫২) , মোঃ মৃদুল (২২) , মোঃ আওয়াল (৪২) সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে ১৬ মার্চ একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে আরো জানা যায়, উল্লেখিত আসামিগন বাদীর সাথে বিভিন্ন বিষয়াদি কেন্দ্র করিয়া দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ পার্শ্ববর্তী এলাকা কামারগাঁও খালার বাড়ি থেকে ছোট ভাই সৈকত সরকার, মামা হিরণ সরকার নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে রাত ৮ টার দিকে মীর বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে বিবাদীগন লাঠি সোটা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে অতর্কিত হামলা চালায়।
এতে বাদীসহ তিনজন গুরুতর আহত হন। একপর্যায়ে বিবাদী কাশেম ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে সৈকতের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত হয়ে যায়। এ সময় বাদীর ডাক চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এলে বিবাদীগণ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে কাসেম বাদীর নিকট হতে সাড়ে ৫ হাজার টাকা আমার কাছে ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজনের সহায়তায় সৈকতকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন।
এদিকে ছাত্রদলের সক্রিয় কর্মী সৈকত সরকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বিচার দাবিতে বক্তব্য রাখেন ঘাগুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশেদুল ইসলাম।
এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং মাদক সম্রাট কাশেমের শাস্তির দাবী জানান। তিনি আরো বলেন, ঘাগুটিয়া ইউনিয়নে বর্তমানে মাদক যারা নিয়ন্ত্রণ করেন এবং সেবন করেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাবেদ মাঝি, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান ভূঁইয়া নূর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন মোড়ল, সিনিয়র যুগ্ন সম্পাদক আশিক মিয়া, রুবেল মাঝি, মোবারক খোকন, শামীম, বিল্লাল হাসান, সজীব, পাবেল, অপু, মাহমুদুল সহ অনেকে।
মানববন্ধন শেষে উপস্থিত সকলের ইউপি সদস্য কাশেমের উপযুক্ত বিচার ও ইউপি থেকে অপসারণের দাবি জানান।
Discussion about this post