নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও মসজিদ তৈরির নামে আস্তানা তৈরি বন্ধের দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মহা সমাবেশ করে।
৭ ফেব্রুয়ারী সকাল দশটায় গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের আলেম ওলামাগণ এবং ইসলাম প্রেমী জনসাধারণ সমাবেশে যোগদেন। সমাবেশে বক্তারা গাজীপুর সিনা হাসপাতালের কাছে মো:আতিকুক ইসলাম কাদিয়ানী সম্প্রদায়ের উপাস্যলয় তৈরিতে মসজিদের নামে বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ করেন। এছাড়া কাদিয়ানী সম্প্রদায়ের অমুসলিম সুলভ কার্যক্রম বন্ধে সরকারের কাছে দাবি করেন।
এসময় খতমে নবুয়াত সংরক্ষণ গাজীপুর জেলা এর সাধারণ সম্পাদক কাদিয়ানীদের নির্মূলে সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন। এছাড়া ৯ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম বাদ জোমায় কাদিয়ানীদের অমুসলি ঘোষণা ও আস্তানা তৈরি বন্ধে সমাবেশে যোগ দিতে ধর্মপ্রাণ মুসলমানদের যোগ দিতে আহবান জানান। বক্তারা আরও বলেন কাদিয়ানী সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানী কে আখেরি নবী দাবি করে মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন আখেরি নবী হযরত মোহাম্মদ সা: এর পর আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না। এমনকি হুজুর পাক সা: নিজেও সতর্ক করেছেন আমার পরে কেউ যদি নবী দাবি করে তবে সে মিথ্যাবাদি।
বক্তারা আরও বলেন ও আ ই সি এর অন্যতম সদস্য রাস্ট্র বাংলাদেশ ইতিমধ্যে ও আই সি থেকে কাদিয়ানী সম্প্রদায়কে ইসলাম বিরোধী সংগঠন হিসেবে চিন্হিত করে নিষিদ্ধ করা হয়েছ। এছাড়া সৌদি আরব,পাকিস্তান সহ অনেক দেশে কাদিয়ানীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের পার্সবর্তী দেশে ভারতে একটি আদালতে মুসলিম ও কাদিয়ানীদের মতবাদের প্রার্থক্য অনুযায়ী কাদিয়ানীদের অমুসলিম বলে রায় দেন। কারা এই কাদিয়ানী, আহমদিয়া মুসলিম জামাতের অনুসারীরা নিজেদের অন্য সকল মুসলমানের মতোই মুসলিম বলেই দাবি করেন। তবে সুন্নি মুসলিমদের অনেকে আহমদিয়াদের 'অমুসলিম' বলে মনে করেন।
ভারতের পাঞ্জাবের কাদিয়ান থেকে এই দর্শনের জন্ম বলে অনেকে এই সম্প্রদায়ের লোকজনকে কাদিয়ানী বলেও বর্ণনা করে থাকেন। এই সম্প্রদায়কে নিয়ে বিশ্বের অনেক দেশেই বিরোধ রয়েছে। আহলে সুন্নাহ’র অনুসারীরা তাদের মুসলমান বলে মনে করেন না।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খ উমর বিন মালেক আব্দুল হাফিজ মক্কী, আলহাজ্ব লেহাজ উদ্দিন ভুইয়া এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান, ভারত থেকে আগত মো:সোহরাব আলী খান হাবিবউল্লাহ, মুফতি মো:জোয়ায়েত, মুফতি মো: মালেক সহ অন্যান্য আলেম ওলামা ও মুফতিগণ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত