নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের কাথোরা মাোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন ৫ তলা ভবন উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশের উপ-কমিটির সদস্য, গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক ৩৫ নম্নর ওয়ার্ড কাউন্সিলর ও কাথোরা মাোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি, গাজীপুর প্রেসিডেন্সি কলেজ ও গাছা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
তিনি বলেন, আধুনিক ও মান সম্মত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহবান জানান এবং মাদ্রাসায় শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অত্র মাদ্রাসায় “শহিদ আহসান উল্লাহ মাস্টার ভবন” উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহ, গাছা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আদম আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য এস.এম. শামীম আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪,৩৫,৩৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, কাথোরা মাোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব এ. কে. এম আঃ মাজেদ, চান্দঃ দাঃ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও অত্র মাদ্রাসার জমিদাতা এ.বি. এম শামসুদ্দিন আহমেদ, কমারজুরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক অভিভাবক সদস্য মো: বাবুল হোসেন মন্ডল, গাছা থানা কৃষক লীগের সভাপতি মোঃ শাহাজালাল তরুণ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জান লিটন, গাছা থানা মৎসজীবীলীগের সভাপতি মোঃ নবীন হোসেন, গাছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শফিক, অত্র মাদ্রাসার সিনিয়র মৌলভী আলহাজ্ব মাওলানা জিনাতুর রহমান, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন- আহবায়ক ও অত্র মাদ্রাসার সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন, জমিদাতা মোঃ ওমর ফারুক, আলহাজ্ব মোঃ আবু তাহের, গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খান, গাছা থানা মৎসজীবীলীগের সদস্য সচিব শামসাদ আহাম্মেদ খান রুবেল, জমিদাতা মোঃ মেহেদী আনিছ,বীর মুক্তিযোদ্বা মোঃ হাবিবুর রহমান, ইছর কান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুলকালাম আজাদ, গাছা থানা আওয়ামিলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম হারুন শিপাই, কৃষকলীগ নেতা মোঃ জুম্মন খান, শিক্ষক প্রতিনিধি মোঃ মানছুর রহমান, আক্তার জাহান হাসিনা, অভিভাবক সদস্য জুলহাস, মোঃ হেলাল উদ্দিন, আলহাজ্ব হাফেজ আব্দুল হাই, হামিদা আক্তার, দাতা সদস্য মোঃশামীম, আলহাজ্ব আব্দুর রহমান, প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত