নিজস্ব প্রতিবেদক: শ্রীনগরের কবুতরখোলায় বীর মুক্তিযোদ্ধা সড়কের নাম ফলক উম্মোচন করা হয়েছে।গত শুক্রবার জুময়া নামাজের পর রাঢ়ীখাল ইউনিয়নের কবুতর খোলা গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামে এই ফলকটি উন্মোচন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত নাম ফলক উন্মোচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মজনু ও মজিবর রহমান সোনা মিয়া , শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এস. নাজির, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজোয়ান ঢালী, সাধারণ সম্পাদক হানিফ বেপারী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
বিকালের দিকে সড়কটির নাম ফলকস্থল পরিদর্শন করেন কবুতরখোলা গ্রামের মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক মরহুম মো. সিরাজউদ্দিন খানের কন্যা ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য এডভোকেট সানজিদা খানম।
সূত্রমতে জানা গেছে, বাঙালীর স্বাধিকার আদায়ের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শ্রীনগর উপজেলার অন্তর্ভুক্ত রাঢ়ীখাল ইউনিয়নের সরকারি ভাতাপ্রাপ্ত ৩৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৪ জনই কবুতরখোলা গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রেখে তাদের সন্মানিত করার জন্যই সড়কটির নাম তাদের নামে করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত