নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা,ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’ এই শ্লোগান নিয়ে জেলার কাপাসিয়া উপজেলার খিরাটীতে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে উপজেলার সবচেয়ে বড় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আসর ফরাজী সুপার লীগ সিজন-৪।
ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ফরাজী সুপার লীগ’ টি-২০ টুর্নামেন্টে ফাইনাল খেলায় দ্বিতীয়বারের মতো বিজয়ী ট্রফি ঘরে তুললো খিরাটী যুব কল্যাণ সংঘ ক্রিকেট একাদশ।
শুক্রবার (৮ মার্চ) উপজেলার খিরাটী আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ ক্রিকেট টিমকে হারিয়ে কাঙ্খিত জয় তুলে নেয়। এতে ম্যাচ সেরা হন খিরাটী যুব কল্যাণ সংঘ ক্রিকেট একাদশের ব্যাটসম্যান ইরফান উদ্দিন শাওন।
টসে জিতে আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে।
জবাবে খিরাটী যুব কল্যাণ সংঘ ক্রিকেট টিম এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে ইরফান উদ্দিন শাওন ব্যক্তিগত ৫০রান করেন।ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি দেয়া হয়েছে প্রাইজমানি। এদিকে টুর্নামেন্ট শেষে ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে দেয়া হয়েছে পুরস্কার।
মো: আমজাদ হোসেন লিটনের সঞ্চালনায় ও ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাকির ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: আমানত হোসেন খান।
এছাড়াও টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হক পিন্টু, বঙ্গতাজ ডিগ্রী কলেজের প্রভাষক মো: মোবারক হোসেন, এফএসএল’র পরিচালক মোঃ আবু তৈয়ব ফরাজী, মো: রাকিব উল্লাহ, আশিকুল ইসলাম আশিক, মো: দিদার মিয়া, আজহারুল ইসলাম আশিক, মো: শাহরিয়ার ইসলাম রিফাত।
এ বিষয়ে জানতে চাইলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাকির ফরাজী জানান, শিক্ষা, ক্রিড়া এবং সমাজসেবা এই শ্লোগানে সেবামূলক কাজের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন। খেলাধুলা মূলত এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য নয়, ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি মানুষের কল্যাণে সেবামূলক কাজ করা।
Discussion about this post