নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে গাছা থানার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত-কর্মীরা একত্র হলে তা বিশাল মিলন মেলায় পরিণত হয়।
গতকাল (১ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় গাছা থানার বিএনপির সভাপতি বাবুল সিপাহির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নাঈম মাস্টারের সঞ্চালনায় বোর্ড বাজার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাছা থানার সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। কিন্তু বিগত ১৬-১৭ বছর আমরা সেই আনন্দ অনুভব করতে পারিনি। তবে এবার দেশের জনগণের আন্তরিকতা ও সহযোগিতার ফলে আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি। এই আনন্দ আমাদের মধ্যে ধরে রাখতে হবে। এ জন্য দরকার সুদৃঢ় ঐক্য। যা আমাদের ভবিষ্যৎ দিনগুলোতে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দেবে। আমি বিশ্বাস করি আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। ঈদ আনন্দের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এ কামনায় দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে গাছা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির এই সাবেক নেতা।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তরা আরো বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়,বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-সভাপতি ও ৩৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম, গাছা থানার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, মোঃ নাঈম ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাছা থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত