নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ২২শ' ৪১ পিস ইন্ডিয়ান শাড়ি ভর্তি কাভার্ড সহ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (১২ই আগষ্ট ) রাতে চেকপোস্ট বসিয়ে ভালুকার গফরগাঁও সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যানসহ ৫২ টি বস্তায় মোট ২২শ ৪১ পিস ইন্ডিয়ান শাড়ী জব্দ করা হয়। তারা ইন্ডিয়ান শাড়ী গুলো চোরাই পথে এনে শহরে নিয়ে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা এলাকার আক্কাস আলীর ছেলে স্বপন (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই তপু চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্স সহ চেকপোস্ট বসিয়ে ভালুকার গফরগাঁও সড়ক থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ ইন্ডিয়ান চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত