তাহসানুর শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি:আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩ তারিখ ২:১০ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া মাঠপাড়া গ্রামস্থ মোঃ সুজনের বসত বাড়ির উঠান হতে হাতেনাতে ৬০০ গ্রাম গাঁজার সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, আসামি ১) মোঃ জব্বার (৬০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার স্টেশন পাড়ার মৃত ছাদেক আলীর ছেলে, অন্যজন আসামী,২) মোঃ রাশেদুল ইসলাম জুয়েল (২৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বন্ডবিল উত্তরপাড়ার শামিমের ছেলে।
এলাকার লোকমুখে জানা গেছে, জব্বার ও রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাচারের তথ্য জানতে পারি। সেই মোতাবেক ক গত বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুর ২ টা ১০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে।আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া মাঠপাড়া গ্রামস্থ মোঃ সুজনের বসত বাড়ির উঠান হতে, তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীদ্বয়কে জেল হাজতে পাঠানো হয়েছ। প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Discussion about this post