ফাহিম ফরহাদ বিশেষ প্রতিনিধি: সম্প্রতি চট্টগ্রাম আদালতের একজন আইনজীবী হ'ত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী আইনজীবী ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও দোষীদের বিচার নিশ্চিত করার দাবীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭নভেম্বর ) সকাল ১০টায় গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণে এই মিছিলের নেতৃত্ব দেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সিরাজি, বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট শামিম হোসেন মৃধা ও ফোরামের অন্যান্য দায়িত্বে থাকা নেতৃবৃন্দ-সহ অন্যান্যরা।
প্রতিবাদ মিছিল শেষে বক্তব্যে বক্তারা ইসকন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আইনজীবী হ'ত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বলেন, সমাজে আইনের শাসন নিশ্চিত করতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন আইনজীবী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হ'ত্যার ঘটনাটি দেশজুড়ে আলোড়ন ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ বলেন একটি ভিন্ন চক্রান্ত মূলক মহল বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তারা ফায়দা লুটতে চাইছে বলেও মন্তব্য করেন আইনজীবীরা। যার ফলে বিভিন্ন মহলে এর নিন্দা, প্রতিবাদের অংশ হিসেবেই এ বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করেন আইনজীবী ও সংশ্লীষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত