নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরাং এলাকা থেকে শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে ৩ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতার যুবকের নাম শাকের আহমদ শাকিল (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার হীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।
জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদক দ্রব্য ইয়াবা ক্রয় করে গাজীপুর মহানগরীর টঙ্গীর হিমারদিঘি সাতরাং এলাকায় মজনু মিয়ার নিকট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ী শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post