নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই, সেগুলো বন্ধ করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে অফিসে এসে এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী হওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কখনোই এ বিষয়ে ছাড় দেব না। এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। অনুমোদনহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, ‘শিশু আয়ানের মৃ’ত্যুতে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘটনাটির তদন্ত হচ্ছে। এরপর তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে এক শিশুর মৃত্যু ঘটে। শিশু আয়ানের মৃ’ত্যুর ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য প্রশাসন। বিষয়টি তদন্তের পর হাসপাতালটি বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
তদন্তে দেখা গেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নিবন্ধন বা লাইসেন্স প্রাপ্তির জন্য কখনোই অনলাইন আবেদন করেনি।
প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনানুগ নিবন্ধন অথবা লাইসেন্স ছাড়া চিকিৎসা সেবা পরিচালনা করে আসছিল, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post