নিজস্ব প্রতিবেদক: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহজাহান সিরাজ সাজু (৫১) শনিবার রাত আড়াইটায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসনাধীনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন মায়োপ্যাথি রোগে ভুগছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৩ ভাই ও ২ বোনসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আতিকসহ সহকর্মীরা শনিবার সকালে শেষ বিদায় জানাতে হাসপাতালে ছুটে যান। এর পর সকালেই তার লাশ চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার ইসলামাবাদ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর মৃত্যুতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান উদ্দিন সরকার, গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক এস এম রিপন শাহ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক এম. এ সালাম শান্ত, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, টঙ্গী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা হুমায়ুন হিমুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু দৈনিক দিনকাল, দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। আমৃত্যু নিজের প্রকাশনায় সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post