নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ রোধে ও বন উজাড়ের প্রতিবাদে খুব শীঘ্রই প্রাসঙ্গিক দাবি নিয়ে মাঠে নামবে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজীপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গাজীপুর পরিবেশ আন্দোলন গাপা’র আহ্বায়ক কমিটির ১ম সভা শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন আহ্বায়ক ফেডরিক মুকুল বিশ্বাস। তিনি আরও জানান, দূষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে গাজীপুর পরিবেশ আন্দোলন।
সভায় গাপা’র সদস্য সচিব মো. মেহেদী হাসানের পরিচালনায় ও আহ্বায়ক ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইসমাইল মোল্যা। এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাপা’র অতিরিক্ত আহ্বায়ক সাংবাদিক আবুল হোসেন সবুজ, যুগ্ন আহ্বায়ক ইউনিক এডুকেয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: মোছাদ্দেকুর রহমান, অপর যুগ্ন আহ্বায়ক সাংবাদিক মো: রফিকুল ইসলাম এবং আহ্বায়ক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের সদস্য সৈয়দ আহমদ কবির (বুলবুল), গাজীপুর সিটি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রিমিন হোসেন, শ্রীপুরস্থ জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম খান, সাংবাদিক জাহিদ আহসান ভূঁইয়া, সমাজ কর্মী গোলাম মাওলা, সাংবাদিক রাকিবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আঃ আলীম, সাংবাদিক সোহাগ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ সরকার, সাংবাদিক লোকমান হোসেন প্রমুখ।
গাপা’র সদস্য সচিব মো. মেহেদী হাসান জানান, দূষণ হতে পারে এরকম সকল উৎস থেকেই আমরা গাজীপুরবাসী দূষণের স্বীকার হচ্ছি, আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে এখনি আমাদের এই আগ্রাসনের বিরুদ্ধে দাড়াতে হবে, নয়ত এর ফলাফল হবে ভয়াবহ।’ এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের প্রতি দূষণ রোধে কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে ইসমাইল মোল্যা জানান, আমরা যদি মানুষকে বোঝাতে পারি তাহলে মানুষ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হবে আর সেটাই হবে গাপা’র সবচেয়ে বড় সফলতা। এছাড়াও তিনি দূষণের বিরুদ্ধে সরকারকেও সক্রীয় ভূমিকায় দায়িত্ব পালনের আহ্বান জানান।
Discussion about this post