
নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি: দৈনিক যুগান্তরের সাবেক অ্যাকাউন্টিং ম্যানেজার মরহুম ফিরোজ আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর নবাবগঞ্জ উপজেলার বলমন্তচর নিজ বাসভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।এই সময় তার এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করা হয়।
মরহুম ফিরোজ আলীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন- বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদুল হক টুলু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-২ কোষাধ্যক্ষ সামসুল আলম, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ সাহিত্য সংসদ নসাস এর প্রতিষ্ঠাতা সাংবাদিকা ও কবি নাজমুল হাসান পদ্য – প্রমুখ।
গত ৩১ মার্চ রাত সোয়া ৮টার দিকে রাজধানীর রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ফিরোজ আলী দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলার একাউন্টিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সর্বশেষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক আমাদের সময়ের জিএম হিসেবে কর্মরত ছিলেন।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর অ্যাডভোকেট শাফিল উদ্দিন মিয়া, বক্স নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post