নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে,গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইন বোর্ড,পলাগাছ এলাকায়, হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস শ্লোগানে,এভারগ্রীন মডেল স্কুল কর্তৃক অনুষ্ঠিত হয়, পিঠা উৎসব।
উক্ত স্কুলটিতে বিভিন্ন শ্রেণীতে পড়–য়া ২৩৫ জন শিক্ষার্থী রয়েছে, সকল শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী বিভিন্ন পিঠা পুলির সমাহার ছিল,প্রতিটি স্টলে।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যায়, এ অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে অবিভাবকরাও বাদ যায়নি।
মহান বিজয় দিবসে এই পিঠা উৎসব অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. সোলায়মান হক।
এ সময় উপস্থিত ছিলেন, এভারগ্রীন মডেল স্কুল এর উপদেষ্টা মো. তোফাজ্জল হোসেন, সহকারি শিক্ষক মো. নাজমুল ইসলাম, মো. আরমান তালুকদার, আয়শা আক্তার প্রিয়া, মো. শফিকুল ইসলাম, মোসাঃ মর্জিনা আক্তার, মোসাঃ সুইটি আক্তার, দীনা রাণী দাস, নাসিমা আক্তার সহ আরো অনেকে।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মো. সোলায়মান হক জানায়, আজ মহান বিজয় দিবস, এ দিবসটি স্বরণিয় রাখতে এবং শীতের রসালো পিঠার স্বাদ নিতেই আমাদের আজকের এ পিঠা উৎসব, এখানে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা স্টল করা হয়েছে, প্রতিটি শিক্ষার্থীরাই প্রতিযোগীতার মাধ্যমে নিজ হাতে তৈরী করেছেন বাহারি পিঠা পুলি,এতে অভিবাবকরাও সহায়তা করেছেন শিক্ষার্থীদের, সব মিলিয়ে এই মহান দিনটি স্বরণিয় হয়ে থাকবে আমাদের।
Discussion about this post