নিজস্ব প্রতিবেদক: বাজারে কাঁচা মরিচের মূল্য তদারকির লক্ষ্যে অভিযান চালিয়ে সারাদেশে ৫৩টি বাজারে ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে কাঁচা মরিচের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করে। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৫০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, সাদেকখান বাজার ও টাউনহল বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান যে, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে।
মিরপুর শাহ আলি মার্কেট এলাকাতেও মরিচের মূল্য ও সরবরাহ স্বাভাবিক দেখা যায়। এছাড়া বিভিন্ন সুপার শপগুলোতেও মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। সুপারশপগুলোতে কাঁচা মরিচ বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে কি না তা অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সুপারশপের প্রতিনিধিদের আগামীকাল মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বিগত দিনগুলোতে মরিচের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের তথ্য ও প্রমাণসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Discussion about this post