রবিউল ইসলাম বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৈ’ষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্ম’রণে দোয়া ও শ’হীদ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কে’ন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শহী’দদের জন্য দোয়া পরিবারকে সান্তনা দিয়ে গোলাম পরওয়াল বলেন, ছাত্র জনতা দীর্ঘ স্বৈরশা’সনের পতনের জন্য যে আন্দোলনের বীন বাজিয়ে ছিল সেই আন্দোলনে শরিক হয়ে এদেশের ১০০০ ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছে। জীবন-মৃ’ত্যুর মালিক একমাত্র সৃ’ষ্টি কর্তা আল্লাহই। যারা দেশের প্রয়োজনে, স্বৈরশা’সক উৎখাতের জন্য জীবন দিয়ে ইমানের পরীক্ষায় উ’ত্তীর্ন হয়েছে। তাদেরকে যুগ যুগ ধরে এদেশের মানুষ স্ম’রণ করবে। হকের জন্য তারা জীবন দিয়েছে। তাদের কে কেউ মৃ’ত্যু বলিও না।
প্রধান অতিথি আরও বলেন, র’ক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ প্রতিজ্ঞ। নতুন রা’ষ্ট্র নির্মানে এই সরকারকে সহযোগীতা করার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। এই রা’ষ্ট্রের র’ন্ধ্রে র’ন্ধ্রে যে অসংগতি রয়েছে তা পুনঃগঠনে সময়ের প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী যতটুকু সময় প্রয়োজন এই সরকারকে সহযোগীতা করবে। সকল অসংগতি গুলো দূর হওয়ার পর একটি অবাধ ও সু’ষ্ঠ, গ্রহন যোগ্য নির্বাচন প্রত্যাশা করে। যার ভোট সে দিবে। এতে কেই বাঁধা হতে পারবে না। এই ভোটেরে মাঠ সৃ’ষ্টি করতে যত অসংগতি আছে তা দূর করার জন্য এই সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহয়োগীতা করবে।
এই সরকার যাতে স্থা’য়ীত্ব পেতে না পারে সে জন্য চক্রান্ত চলেছে। মিলিটারী ক্যু, জুড়িশিয়ালী ক্যু শুধু নয় নতুন নতুন চ’ক্রান্ত করে এই সরকারকে হটাচ্ছে চাচ্ছে। সংখ্যা’লঘু নির্যাতনের ধোয়া তুলেছিল জামায়াত শিবিরের বি’রুদ্ধে। কিন্তু সকল চক্রান্ত নস্যাত করেছে জামায়াত শিবির। বাংলাদেশের মন্দিরে মন্দিরে জামায়াত শিবির পাহারা দিয়েছে। সংখ্যা’লঘু ও সংখ্যা’গুরু বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। হি’ন্দু,বৌ’দ্ধ,খ্রী’ষ্টান, মুসলমান সকলের এই দেশ। বাংলাদেশে সমান অধিকার নিয়ে বসবাসের অধিকার সবার আছে। মূলত হি’ন্দুদের জমি দখল, মন্দির ভাং’চুর, নির্যাতনের যত ঘটনা সবিই আওয়ামীলীগ ও ছাত্রলীগ ঘটিয়েছে। মূলতঃ এরাই সংখ্যা’লঘু নির্যাতনের ধোয়া তুলে সেকুলারদের নিকট ইসলামকে প্রশ্ন বি’দ্ধ করতে চেয়েছিল। তাদের সে প্র’চেষ্টা ব্যর্থতায় পর্যবশিত হয়েছে। তাই তারা জামায়াতে ইসলামীকে নি’ষিদ্ধ প্র’জ্ঞাপন দিয়েছিল। সেই প্র’জ্ঞাপন দেওয়ার ৪ দিনের মধ্যে সমূলে পলায়ন করেছে।
বাগেরহাট জেলা জামায়াতের আমির ও কে’ন্দ্রিয় মজলিশের সূরা সদস্য মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অ’ঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কে’ন্দ্রিয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরীর সাবেক আমীর ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাও. আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর, সাবেক কাব সদস্য ও কে’ন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান,বাগেরহাটের সাবেক জেলা আমীর ও খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাও. মশিউর রহমান খাঁন, জেলা নায়েবে আমীর, কেন্দ্রিয় মজলিশে শূরার সদস্য ও বাগেরহাট -৩ এর সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাও. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারী ও সাবেক ছাত্র নেতা শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা কর্মপরিষদ সদস্য ও বাগেরহাট-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, যুব বিভাগ সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মঞ্জরুল হক রাহাদ, ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ, সাবেক কাব সদস্য শেখ এনামুল কবির, বাগেরহাট পৌরসভা আমীর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও বাগেরহাট সদর উপজেলা আমীর ডা. ফেরদৌস আলী প্র’মূখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এই ভাংগা-চুরা দেশে আজ গড়ব আমরা নতুন তাজমহল। আমাদের দামাল ছেলেরা তাদের বুকের র’ক্ত দিয়ে যে নতুন বাংলাদেশে গড়ে দিয়েছে। তা ধরে রাখতে আমারে অনেক ত্যা’গ করতে হবে।
অনুষ্ঠানে বাগেরহাট জেলায় বৈ’ষম্য বি’রোধী ছাত্র আন্দোলনে নিহত ৫ শহী’দ পরিবারের প্রত্যেক অভিভাবককে দুই লক্ষ করে টাকা প্রদান করেন।
Discussion about this post