নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরজ্যি ও অবৈধ অবরোধের প্রতিবাদে গাজীপুর মহানর যুবলীগ ও আওয়ামীলীগসহ অংগসংগঠন রাজপথে রয়েছে।
রবিবার মহানগর যুবলীগ গাজীপুরের চান্দনা চৌরাস্তা জয়দেবপুর শহর ও টঙ্গীসহ বিভিণ্ন সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলসহ হোন্ডা মিছিল ও সমাবেশ করেছে। এসময় তারা মহাসড়কে যানবাহন চলাচলে সহযোগিতা করে। গাজীপুর মহনগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে চান্দনা চৌরাস্তায় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, আলমগীর হোসেন, পনির হোসেন, আতিকুর রহমান খান রাহাত, আমান উদ্দিন সরকারসহ নেতাকর্মীরা।
এসময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ অবরোধ কোন অবস্থাতেই গাজীপুরে তাদের করতে দেয়া হবেনা। যুবলীগৈর চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের নির্দেশে সারাদেশের যুবলীগ আজ রাজপথে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হানিার হাতকে আরো শক্তিশালী কওে গড়ে তোলার জন্য এবং আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভ নিশ্চিত করার জন্য।
অপরদিকে মহানগর যুবলীগ নেতা কাইয়ুম সরকারের নেতৃত্বে মহানগরের চেরাগ আলী এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে টঙ্গীর চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট ,টঙ্গীবাজার ও স্টেশন রোড এলাকায়নেতাকর্মীরা অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
Discussion about this post