নিজস্ব প্রতিবেদক: এশিয়া মহাদেশীয় গ্লোবাল আর্কিটেক্ট বিল্ডার্সে অ্যাওয়ার্ড (গাবা) ২০২৪ অর্জন করেছেন বাংলাদেশি স্থপতি মোহাম্মদ ইউনুস। বাংলাদেশি স্থপতি হিসাবে মোহাম্মদ ইউনুস মসজিদের ডিজাইন করে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করে অ্যাওয়ার্ড পেয়ে এশিয়া বিজয় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত ৩ মার্চ দিল্লীর পাচঁতারা হোটেল ওয়েলকামের হলরুমে দুবাই সংযুক্ত আরব আমিরাতের ডিজাইন ডিরেক্টর স্পিকার ম্যাটিয়া মাইকেলন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে ওই পুরস্কার তুলে দেন। বাংলাদেশি এই স্থপতি এশিয়া মহাদেশীয় আর্কিটেকচারাল ডিজাইন ও বিল্ডিং কনস্ট্রাকশনের ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশের শেরপুর জেলার নকলায় এমদাদিয়া জামে মসজিদের ডিজাইন করে প্রথম স্থান অর্জন করে এ অ্যাওয়ার্ড পেয়েছেন। মোহাম্মদ ইউনুস জানান প্রকৃতি ও পরিবেশকে প্রাধান্য দিয়ে মসজিদের ডিজাইনটি করে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।বাংলাদেশি স্থপতি হিসাবে এশিয়া মহাদেশীয় এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরে তিনি খুবই আনন্দিত ও দেশের সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে পেরে গর্ববোধ করছেন। স্থপতি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গাজীপুর মহানগরের ৩২ নং ওয়ার্ডের গাছা থানার বসুরা এলাকার আবদুল আজিজ ও আনোয়ারা বেগমের ৩ ছেলে চার মেয়ের মধ্যে ৫ম সন্তান।
তিনি ঢাকা ধানমণ্ডির স্ট্যাট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০১১ সালের প্রথম ব্যাচ থেকে স্থাপত্য বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি মোহাম্মদ ইউনুস ইন্সটিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি)এর সদস্য। বর্তমানে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার মাস্টার ম্যানশন বিল্ডিংয়ে আজিজ কন্সালট্যান্ট এন্ড ডিজাইন(এজডেন) ফার্মের প্রধান স্থপতি।
Discussion about this post