
নিজস্ব প্রতিবেদক: প্রতীতি বিতর্ক সংঘ গাজীপুরের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন, যা পুরো গাজীপুরে বিতর্ককে ছড়িয়ে দিতে ভূমিকা পালন করছে। গাজীপুরের ১৭ টি প্রতিষ্ঠানকে একত্রিত করে দিনব্যাপী আয়োজন করা হয়েছে প্রতীতি বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব ও কর্মশালা। অনুষ্ঠানে সনাতনী বিতর্ক,সংসদীয় বিতর্ক ও বারোয়ারী বিতর্ক নিয়ে আলোকপাত করা হয়। সনাতনী বিতর্কের প্রশিক্ষণ নেন স্টামফোর্ড ডিবেট ফোরামের সাবেক সভাপতি মো: শফিকুল ইসলাম, সংসদীয় বিতর্কের প্রশিক্ষক ছিলেন সাকিব মাহমুদ ও বারোয়ারী বিতর্কের প্রশিক্ষক ছিলেন স্টেট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আবু সালেহ মুসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী সরকারি কলেজ এর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, সমকাল পত্রিকার জৌষ্ঠ সহ সম্পাদক মো: আসাদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ লাইন্স স্কুল এর সহকারী শিক্ষক দিলরুবা আমজাদ, সহকারী শিক্ষক দিপারানী সাহা, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: আবু তাহের ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রভাষক কৃষিবিদ মফিজুল ইসলাম নাফিজ।
২০২৪ এর সেরা সদস্য নির্বাচিত হয় গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সুমাইয়া তালুকদার। তাকে পুরস্কার প্রদান করেন প্রতীতি বিতর্ক সংঘের উপদেষ্টা এডভোকেট মীর পারভেজ। এসময় তিনি দেশের তরুণ সমাজকে সুন্দর বাংলাদেশ গড়তে বিতর্ক ও বিতার্কিকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
Discussion about this post