নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব গ্রামের পালোওয়ান বাড়িতে চতুর্থবার ডাকাতি করতে গিয়ে এবার ডাকাতেরা পুলিশ-জনতার ধাওয়ায় কিছু না নিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি টয়োটা এক্সিও প্রাইভেটকার ও ৪টি দামি এন্ড্রয়েড মোবাইল সেট রেখে পালিয়ে যায় ডাকাতদল। গত কয়েক বছরের ব্যবধানে একই বাড়িতে তিন তিন বার ডাকাতের ঘটনা ঘটে। এমনটিই জানালেন এলাকাবাসী।
মঙ্গলবার (২২ আগষ্ট) ভোর সাড়ে তিনটার দিকে এই ডাকাতির চেষ্টা করে বলে জানিয়েছে সজীবের ভগ্নীপতি স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি। তিনি জানান পুলিশ – জনতার তৎপরতায় এবার ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।যদিও জানালার গ্রীল কেটে ডাকাতদের বাড়িতে প্রবেশ করার প্রস্তুতি টের পেয়ে যায় আমার শ্যালক সজীব। ফলে ডাকাতেরা মূল্যবান গাড়ি ও মোবাইলসহ কিছু কাগজ- পত্র রেখে পালিয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে আসামি আটক করতে পারবে।
স্থানীয়রা ও পালোওয়ান বাড়ির সজীব জানায়, আমি মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডাকাতদের হামলার শিকার হইনি।পুলিশ ও এলাকাবাসী যথাসময়ে পাশে দাঁড়িয়েছে।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ডাকাতদের ভূয়া প্লেট নাম্বারসহ টয়োটাএক্সিও গাড়িটি ও ৪ টি মোবাইল সেট জব্দ করেছি।ডাকাতদল দ্রুততম সময়ে আইনের আওতায় আসবে।
Discussion about this post