দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বোরো ২০২৪ মৌসুমে ধান-চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা এল,এস,ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহানাচ পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী, শরিফুল ইসলাম বাবু, নবিবুল ইসলাম প্রমুখ।
চলতি বছর কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৩৯ মেট্রিকটন ধান, ৪৫ টাকা কেজিতে প্রায় ৭ হাজার ৩’শ চাল ও ৩৪ টাকা দরে ১৮৮ মেট্রিকটন গম ক্রয় করা হবে। সারাদেশে গত ৭ মে থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ জানান।
Discussion about this post