দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: চলতি আমন মৌসুম ২০২৩-২৪ অর্থবছরে জয়পুরহাটের পাঁচবিবির কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিনামুল্যে বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১’টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনাগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলোয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা,পৌরমেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ও উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিহাদ মন্ডল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, চলতি আমন ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলা ১৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দুই প্রকারের ২০কেজি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ প্রদান করা হলো।
Discussion about this post