দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬৭ বোতল ফেনসিডিল,নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা,ধারালো অস্ত্র ও সোনার গহনাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়ন বিজিবি দল।
আজ বুধবার বিকেল ৩ টায় ঘটনাস্থলে এক প্রেস বিফিং এ পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, আজ (৩ জুলাই) বুধবার দুপুর ২টা ২০ মিনিটে পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায় ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি।
তারা হলো, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের পুত্র মনির হোসেন(৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না(৩২) ও তার স্ত্রী শবনম (২২)। এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার ৬ শত ২৫ টাকা, ১৬৭ বোতল ফেনসিডিল, ফেয়ারডিল , কিছু সোনার গহনা ও ৩টি চাপাতি জব্দ করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post