দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে পুত্র’বধূর হাতে শাশুড়ি মোছাঃ রোকেয়া বেগম(৫৫) খু’ন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, সন্ধ্যায় ওই গ্রামের মোঃ হাসান আলী মন্ডলের স্ত্রী শাশুড়ি রোকেয়া বেগম(৫৫) ও পুত্র’বধূ রবিউল ইসলাম রুবেলের স্ত্রী মোছাঃ মনি আক্তার নিলা(২০) এর সাথে ২ বছরের নাতনি রুবাইয়া আক্তার তাসফিকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে ঝগড়া বাধে। এক পর্যায়ে পুত্র’বধূ নিলা শাশুড়ি রোকেয়া বেগমকে চুল ধরে টানাহেঁচড়া করে ও ধাক্কা দিয়ে ঘরের দরজার চৌকাঠের উপর ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে তার ছেলে ওবায়দুল ইসলামসহ পরিবারের লোকজন উপজেলার মহিপুর স্বা’স্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গু’রুতর হওয়ায় ডাক্তাররা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় শাশুড়ি রোকেয়া বেগম মারা যায়।
এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আজ ১২ মে রবিবার এব্যাপারে শশুর মোঃ হাসান আলী মন্ডল বাদী হয়ে একটি হ’ত্যা মামলা দায়ের করেছে। আমরা পুত্র’বধূকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।
Discussion about this post