
দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসু’ম্বা ইউনিয়নের শালাইপুর এতিমখানা মাদ্রাসায় গতকাল শু’ক্রবার স’ন্ধ্যায় ৩২৯ জন বাছাইকৃত এতিম দুঃস্থের মাঝে পোষাক সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শারজাহ্ চ্যারিটি এন্টারপ্রাইজ সংস্থার আয়োজনে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন সংস্থার প্রতিনিধি মাওঃ মোঃমোস্তাফিজুর রহমান।
এ সময় উপ’স্থিত ছিলেন শালাইপুর এতিমখানা মাদ্রাসার সুপার সোহাইল মাহমুদ, শিক্ষক আলামিন, আহসান হাবিব, আব্দুল ওয়াহেদ প্রমুখ। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, বই, কলম, খাতা ইত্যাদি। সার্বিক ব্যব’স্থাপনায় ছিলেন শালাইপুর এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আলহাজ্ব ফারুকী সাহেব।
Discussion about this post