নিজস্ব প্রতিবেদক: জমজমাট আয়োজনে ন্যাশনাল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের ৩৫ নং ওয়ার্ডে পূর্ব কলমেশ্বর এলাকায় ন্যাশনাল মডেল একাডেমির মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠান। অত্র একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মশি। সাবেক সাধারণ সম্পাদক, গাছা ইউনিয়ন ছাত্রলীগ ও সাবেক কেন্দ্রীয় সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর ওসমান গনি কাজল।কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। উদ্বোধক হিসেবে ছিলেন জনাব তৌহিদুল ইসলাম দ্বীপ। সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রলীগ।
ন্যাশনাল মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেনির ছাত্রী ইসরাত জাহান ইলমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান মশি বলেন, জাতির ভবিষ্যৎ কর্ণধার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সহপাঠ কার্যক্রমের গুরুত্ব দিতে হবে। আজকের শিশুদেরকে ভবিষ্যতের দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক, শিক্ষক সহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Discussion about this post