নিজস্ব প্রতিবেদক:মাদারীপুরে কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক পুলিশ সুপারসহ (এসপি) ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ৫ জুলাই দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম।
মামলার আসামিরা হলেন মাদারীপুরের সাবেক এসপি সুব্রত কুমার হালদার, সাবেক কনস্টেবল নুরুজ্জামান সুমন, জাহিদুল ইসলাম, বরিশালের মুলাদীর বালিয়াতলী গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে টিএসআই গোলাম রহমান, মাদারীপুর পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল সহকারী পিয়াস বালা ও মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের মৃত সফিউদ্দিন ফরাজীর ছেলে হায়দার ফরাজী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ মে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ হেডকোয়ার্টার্স। একই বছরের ২৬ জুন ৩১ জন পুরুষ ও ২৩ জন নারীকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগে ৭৩ লাখ ৫০ হাজার টাকার ঘুস লেনদেনের অভিযোগ ওঠে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ দল একাধিকবার তদন্তে নামে।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্যের ঘটনায় মামলা হয়েছে। খুব শিগগির আসামিদের আইনের আওতায় আনা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সংযুক্ত আছেন। কনস্টেবল নুরুজ্জামান সুমন ও জাহিদুল ইসলাম বরখাস্ত, পিয়াস বালা চাকরিচ্যুত এবং হায়দার ফরাজী পলাতক। তবে গোলাম রহমানের বর্তমান অবস্থান সর্ম্পকে জানা যায়নি।
Discussion about this post