
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাসহ নিখোঁজের ২দিন পর গভীর গজারি বনের ভেতর থেকে ফালান নামে এক অটো রিক্সাচালকের লা‘শ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে, নিখোঁজের সংবাদ দিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল নিহতের পরিবার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকার একটি গজারি বনের ভেতর ওই লা‘শ পাওয়া যায়।
অটোচালক ফালান মিয়া (২৭) ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে চাচাতো ভাই মোজাম্মেল মিয়া বলেন, প্রায় ৩ বছর ধরে শ্রীপুরে থেকে মাওনা ও এর আশপাশে অটোরিকশা চালিয়ে আসছেন ফালান। প্রতিদিনের মতো রোববার সকালের দিকে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হন তিনি।
দিনশেষে ফালান বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে সোমবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে বেলতলী গ্রামের গভীর গজারি বনের ভেতর মরদেহ পড়ে থাকার খবর পাই আমরা। পরে ঘটনাস্থলে এসে ফালানের ক্ষত-বিক্ষত মরদেহ পাই। এসময় পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’
বেলতলী জোরপুকুর এলাকার মো. নাজিম উদ্দিন বলেন, স্থানীয় এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে কিছুটা নিচু জায়গায় ওই ব্যক্তির লা‘শ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে শ্রীপুর থানায় খবর দেওয়া হলে তারা এসে লা‘শ উদ্ধার করে নিয়ে যান। লা‘শের মুখে র‘ক্তা‘ক্ত জখম ছিল।
ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাজহারুল ইসলাম বলেন,’ নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ফালানকে হ‘ত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Discussion about this post