নাজমুল হাসান ঢাকা দোহার নবাবগঞ্জ প্রতিনিধি: আজ, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আলগীচর গ্রামের আলগীচর পল্লী উন্নয়ন সমিতির উস্যগে দরিদ্র ও দোস্তদের মাঝে সকাল ১১টায় ঈদ উপহার সামিগ্রী বিতরন করা হয়। ঈদ উপহার সামগ্রী নিতে আসে আলগীচর গ্রামে বসবাস রত হতদরিদ্র পরিবার গুলোর একাংশ।
প্রায় ২০০ পরিবারের মাঝে নির্দিষ্ট কার্ড এর মাধ্যমে।এই সামগ্রী বিতরন করা হয়। তারা ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হয়। সামগ্রী নিতে আশা ব্যাক্তিরা অভিমত ব্যাক্ত করে বলেন, আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি সামগ্রী গুলো হাতে পেয়ে। এই ঈদে কিছুটা হলেও আমাদের দরিদ্র পরিবার গুলো খুশিতে ঈদ উৎসব পালন করতে পারবে স্বাচ্ছন্দে। উক্ত ঈদ সামগ্রী বিতরনে প্রধন সমন্বয় কারী হিসেবে উপস্থিত ছিলেন সমিতর- সভাপতি, – এডভোকেট আবুল কাশেম মৃধা এবং, সাধারণ সম্পাদক – মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও এলাকার গোন্যমান্য ব্যাক্তিবর্গ। ও এলাকার সেচ্ছা সেবক দল এবং এলাকার যুব সম্প্রদায়ের একাংশ।
Discussion about this post