খোরশেদ আলম বিশেষ প্রতিনিধি: একতা প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে বেনাপোলের নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন ও নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আজিম উদ্দিন গাজী’কে সংবর্ধনা জানানো হয়েছে।
২৪ জুলাই সোমবার সন্ধ্যায়, বেনাপোল পৌর আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বেনাপোল পৌরসভা নির্বাচন-২০২৩ এ মেয়র নির্বাচিত হওয়ায়। একতা প্রেসক্লাব বেনাপোল’র পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দনের সংবর্ধনা জানানো হয়।
এসময় উক্ত শুভেচ্ছা ও অভিনন্দনের সংবর্ধনা অনুষ্ঠানে, একতা প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি মোঃ ওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা প্রেসক্লাব বেনাপোল এর উপদেষ্টা মোঃ মোস্তাক আহমেদ স্বপন, উপদেষ্টা মোঃ মাসুদ আক্তার বাবু খান, নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আজিম উদ্দীন গাজী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আকবর আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উক্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মারুফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আওয়াল হোসেন সহ ক্লাবের অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে এসময় নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন ও নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আজিম উদ্দিন গাজী’কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো সহ ক্রেষ্ট সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Discussion about this post