নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগর ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে ফোগার মেশিন দিয়ে ঔষধ বিতরণ এবং গরিব ও অসহায়দের মাঝে মশারি বিতরণ করেছেন টঙ্গী থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুব বন্ধু জনাব মোঃ লিটন উদ্দিন সরকার।
বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় নির্দেশে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মতিউর রহমান মতি এর দিকনির্দেশনা ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল এর পরিকল্পনায় ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আমানউদ্দিন সরকারের পরিকল্পনায়,আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় টঙ্গী বউ বাজার এলাকা তুরাগ নদীর পাড়ে বিভিন্ন অলিগলি বাসা বাড়ী সহ বিভিন্ন জায়গায় ডেঙ্গু মশা নিধনে ফোগার মেশিন দিয়ে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় গরিব ও অসহায়দের মাঝে মশারি বিতরণ করা হয়। ডেঙ্গু মশা নিধনে সার্বিক সহযোগিতা করেন, ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহেল, যুবলীগনেতা মোহাম্মদ সানি, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমন, মোঃ কামাল টেংটা সহ আরো অনেক নেতৃবৃন্দ।
এই সময় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুববন্ধু জনাব মোঃ লিটন উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির এবং গাজীপুর মহানগর যুবলীগের নির্দেশে আমি টঙ্গী পূর্ব থানার প্রত্যেকটি ওয়ার্ডে এই কার্যক্রম চালিয়ে যাবো। তিনি আরো বলেন, আমাদের আশেপাশে বিত্তবান মানুষ গুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান । তিনি বলেন, আমি সেই করোনা মহামারী থেকে আজ পর্যন্ত আপনাদের দোয়া ও ভালবাসায় আপনাদের পাশে থেকে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি।সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো – ইনশাআল্লাহ্।
Discussion about this post