কালিমুল্লাহ ইকবাল বিশেষ প্রতিনিধি: টঙ্গীতে স্থানীয় সাদিয়া কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার ১৪ই মে টঙ্গীতে চিলড্রেন আর রিডিং প্রোজেক্ট টঙ্গী আরবার প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ”চিলড্রেন আর রিডিং প্রোজেক্ট উদ্বোধন” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর পক্ষে উপস্থিত ছিলেন সাহানা আফরোজ নিবার্হী ম্যাজিষ্ট্রেট, বিশেষ অতিথি ছিলেন, আমানুল্লা চাগলা, এম.ডি-পদ্মা টেক্সটাইল লিমিটেড ইসরাফিল খসরু অপারেশন ডিরেক্টর স্যাটার্ণ টেক্সটাইল লিঃ স্বপন সিং ম্যানেজার এনগেজমেন্ট কর্পোরেট এবং ডোনার ন্যাশনাল অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মানছুরা আক্তার সহকারি থানা শিক্ষা অফিসার, টঙ্গী, শিখা দে- আরবান প্রোজেক্ট কো-অরডিনেটর, ফারহাতুন নেছা- প্রোজেক্ট অফিসার এবং জেলা পযার্য়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ, ইউএনডিসি সদস্য, শিশু ফোরাম ও যুব ফোরাম সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানষ বিশ্বস, এপি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন, সঞ্চালনা করেন বনি হালদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক বনি হালদার সকল অতিথিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। চিলড্রেন আর রিডিং সেন্টারের শিশুরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আনোয়ারুল করিম, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, তার বক্তব্যে শিশু সুরক্ষায় সরকারি হটলাইন ১০৯৮ এর কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন শিশু বিষয়ক যে কোন সহায়তার প্রয়োজনে উক্ত নম্বরে কল করতে। তিনি বলেন, প্রয়োজনে তিনি তার পক্ষথেকে শিশু সুরক্ষায় সবোর্চ্চ সহযোগিতা প্রদান করবেন।
পরিশেষে জেলা প্রশাসন এর পক্ষ থেকে শিশুদের সকল প্রশ্ন ও প্রত্যাশা গুরুত্বের সাথে শোনা হয় এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়।
Discussion about this post