তাহসানুর শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবন নগর থানার মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ এক নারী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার ১০ জুলাই ২০২৩ তারিখ বেলা ১০:৪৫ মিনিটের সময় জীবন নগর থানাধীন ঘোষনগর গ্রামস্থ আসামি ১। মোছাঃ আঞ্জুরা বেগম (৫০) নিজ বছর বাড়ি হইতে ৪০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা গেছে গ্রেফতারকৃত আসামি আঞ্জুরা বেগম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার ঘোষনগর গ্রামের শুকুর আলীর স্ত্রী।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবন নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি আঞ্জুরা বেগমের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের তথ্য জানতে পারি। তারে ধারাবাহিকতায় সোমবার বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট সময় তার নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Discussion about this post