তাহসানুর রহঃ শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার উপজেলার সদরপাড়ায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন তরুণ(২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। ঘটনাটি রোববার বিকালের দিকে সংঘটিত হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন,আমরা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় মাদক মুক্ত উপজেলা গড়তে নিবিড় ভাবে কাজ করছি। আর তারই ধারাবাহিকতায় রোববার বিকাল সাড়ে তিনটার দিকে থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সদরপাড়ার মশিয়ার রহমানের ছেলে নাসির উদ্দিন তরুনকে গ্রেফতার করেন।
এ সময় তার নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।ঘটনার ব্যাপারে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।
Discussion about this post