
সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের জিনিয়াস শিক্ষা পরিবারের ৩য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ ও ৪ ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।
অনুষ্ঠানের নয়াপাড়া গ্রামের কৃতিসন্তান সিংগাপুর প্রবাসী আবুল হানিফ সিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতৈল ইউনিয়নের বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম,সহসভাপতি সিংগাপুর প্রবাসী আবুল হাসেম সিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক জামান মিয়া,যুবদলের সাধারণত সম্পাদক আশরাফুল আক্কাস,স্বেচ্ছাসেবকদলের সাধারণত সম্পাদক দেলোয়ার হোসেন দিপু, স্কুল শিক্ষকসহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশী ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post