নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।
আজ রোববার সকাল ১১ ঘটিকায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, জনবান্ধব পুলিশি সেবা করতে চান তিনি। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্ব’স্ত করে আইন-শৃ’ঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টিভির পলাশ প্রধান, এটিএন বাংলার সাংবাদিক মাজহারুল ইসলাম, দৈনিক জন কন্ঠের মুস্তাফিজুর রহমান টিটু, ইত্তেফাকের মুজিবুর রহমান, দৈনিক যুগান্তরের রিপন শাহ,দিন কালের দেলোয়ার হোসেন, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান, মোহনা টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আমিন, দৈনিক নবচেতনার শামীম আহম্মেদ সহ প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সদস্যবৃন্দ ও গাছা প্রেস ক্লাবে সদস্য সচিব দৈনিক মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার আব্দুল হামিদ খান, যুগ্ন আহবায়ক দৈনিক মুসলিম টাইমস এর গাজীপুর রিপোর্টার আশরাফুল আলম মন্ডল ও গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post