তাহসানুর শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ হারুন আলী (২৯) পুলিশের হাতে গ্রেফতার।
জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মঞ্জুরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার ৫ জুলাই ২০২৩ তারিখ রাত ৮.১০ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানাধীন তারিনিপুর (ঈদগাহপাড়া) সাকিনস্থ আসামি হারুন আলী (২৯) এর দক্ষিণমুখী টিনের বসতবাড়ীর উঠান হতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয়।
জানা গেছে হারুন আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার তারিনিপুর গ্রামের বরকত আলীর ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি হারুন আলী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্যে গাঁজা চোরাচালান করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার ৫ ই জুলাই ২০২৩ রাত ৮:১০ মিনিটের সময় তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আর এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যহত রয়েছে বলে জানান তিনি।
Discussion about this post