নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১২৫ বোতল বিদেশি মদের বোতল ও মদের বোতল পরিবহনকারী ড্রাম ট্রাক সহ ৬ জন কে গ্রেফতার গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৮ জানুয়ারী ) দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা ফ্লাইএভারে নিচে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা হইতে বালি ভর্তি ড্রাম ট্রাক যোগে বিদেশী মদ বহন করে শ্রীপুর থানাধীন সলিংমোড় পাথারপাড়া সাকিনস্থ মাওনা টু ফুলবাড়ীয়াগামী পাকা রাস্তার দক্ষিনপার্শে এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে বিদেশী মদ ক্রয়-বিক্রয় করবে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল যাহার মূল্য আনুমানিক প্রতি বোতল ৬ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা ও ও-ই মদের বোতল পরিবহন করা বালুর একটি ড্রাম ট্রাকসহ ৬ জন মদ ক্রয়-বিক্রেতা কে আটক করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বলেন অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মোঃ দেলওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর এর নেতৃত্বে এসআই মোঃ রাকিবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত আসামীরা হলেনঃ ১.গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে সাইফ শাহরিয়ার অভি খান (২৮), ২. নেত্রকোনা জেলার পূর্বধলা থানার নারায়ন ডহর (পশ্চিমপাড়া) গ্রামের মো. ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল করিম (২৬), বর্তমান সে কড়ইতলা নতুন বাজার (আবুল মোড়লের বাড়ীর ভাড়াটিয়া) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ৩. নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বারমারি লক্ষ্মীপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে শহিদ মিয়া ② শহিদুল (২৫), ৪. গাজীপুর জেলার শ্রীপুর থানার বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬) ৫. গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের মো. নয়নের ছেলে মোঃ আশরাফুল (২৩), ৬. ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরকালিবাড়ী গ্রামের মোস্তফা হেমন্তর ছেলে লিমন মিয়া (২৩) (ড্রাইভার)।
আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Discussion about this post