নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ২৩ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে গাছা থানাধীন শরিফপুর রডমিল এলাকায় অভিযান চালিয়ে মাদকের এ চালানটি উদ্ধার করা হয়। মৃত নাজির হোসেনের সন্তান গ্রেফতারকৃত ফয়জুল ইসলাম (৩৩), তিনি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া ক্যাম্পের ব্লক—বি/৮ এর এফসিএন—২৩১৫৫০ তে থাকতেন।
গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের উপ—কমিশনার (মিডিয়) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ফয়জুল ইসলাম (৩৩) কে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ৫ হাজার পিস ইয়াবার মধ্যে তার পেট থেকে ২২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক জানায়, সে দীর্ঘদিন যাবত টঙ্গীতে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে আসছে। সে মূলত ইয়াবা তার পেটে বহন করে, ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা করে গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসে। পরবর্তীতে বাথরুমে গিয়ে ইয়াবা পোটলা বাহির করে। সে ৩৮ পোটলা ইয়াবা তার পেটে বহন করে নিয়ে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। পলাতক নাজমুলসহ একটি সংঘবদ্ধ চক্র ভিন্ন পথ অবলম্বন করে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছে।
Discussion about this post