কালিমুল্লাহ ইকবাল বিশেষ প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রী ছাত্রলীগের সদস্য কাজী রাব্বি হাসান শুভর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ৫০ নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় ফলজ ও ঔষধী গাছের প্রায় ১ হাজার বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগ নেতা কাজী নুরুল আমিন বাবু ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সহ মহানগর ও বিভিন্ন থানা ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রলীগ নেতা কাজী রাব্বি হাসান শুভ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশে গাজীপুর ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি’র পৃষ্ঠপোষকতায় আমরা আজকে মহানগরীর ৫০ নং ওয়ার্ডে ১ হাজার বৃক্ষরোপন করছি। শুধু রোপন করেই শেষ নয়। প্রতিনিয়ত এই গাছ গুলোর সঠিক পরিচর্যা করা হবে।
Discussion about this post