নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা ও যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় গাছা থানা বিএনপির সভাপতি মো.মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও গাছা থানা বিএনপির সি: সহ-সভাপতি এসএম নাঈমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সি:যুগ্ম মো.জব্বার সরকার বিএনপির যুগ্ম সম্পদক সফিকুল ইসলাম খান , ওমালাদলের সভাপতি মাও:আব্দুল মোমেন, যুবদল সদ্স্য সচিব ইফতেখার আহম্মদ রিপন, যুবদল যুগ্ন আহ্বায়ক আব্দুল সালাম ভূইয়া, যুবদল নেতা শাহরুখ খৈয়াম মুন্না ও সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল প্রমুখ।
Discussion about this post