নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলা কারাগারের বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বন্দিরা বি’দ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ১৬ জন। আহতদের মধ্যে ৩ জন কারারক্ষীও রয়েছেন।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দিরা আন্দোলন শুরু করে। গাছের ডালপালা ভেঙে জামা-কাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে বন্দিরা দেওয়াল টপকে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি করে। এলো-পাথাড়ি গু’লিতে ১৬ জন আহত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কারাগার সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারে বি’ক্ষোভের খবরে গাজীপুর জেলা কারাগারে গত কয়েকদিন ধরে বন্দিরা আন্দোলন করে আসছিল। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের আজ বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা অন্য বন্দিরাও মুক্তির দাবিতে সকাল ১১টা থেকে বি’ক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়’ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়।
এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের সূত্র জানিয়েছেন।
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, বন্দিরা যখন বি’দ্রোহ শুরু করল, তখন রাবার বুলেট ছুড়লে ৫/৬ জন অ’জ্ঞান হয়ে গিয়েছিল। তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছি। এরপর দেখলাম একজনের পর একজন আসছে। কারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। অনেকের সেলাই করা লেগেছে। হয়ত কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি সহ ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি নিয়’ন্ত্রণে এসেছে।
Discussion about this post