নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ বছরের জন্য গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডে ন্যাশনাল আইডিয়াল স্কুলের হলরুমে গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়। ইউনিক এডুকেয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মোছা সভাপতি এবং এম. এ বারী শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাঈল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্যামফোর্ড স্কুলের পরিচালক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় এসোসিয়েশনের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বাদল আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, বিকেএ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক প্রফেসর সাখাওয়াত ভূইয়া।
Discussion about this post